নিজস্ব সংবাদদাতা: ভুয়ো ভোটার কার্ড সংক্রান্ত বিষয়ে বুথে বুথে অঞ্চলে অঞ্চলে নেতৃত্বরা কাজ করবে। ভুয়ো ভোটার ধরবে। সেই বিষয় নিয়ে আজ ডেবরার সাংসদ কার্যালয়ে অঞ্চল ও ব্লক স্তরীয় নেতৃত্বদের সঙ্গে বৈঠক করলেন ডেবরা বিধানসভার বিধায়ক ডঃ হুমায়ুন কবীর। সঙ্গে ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শান্তি টুডু, ডেবরা ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি সীতেশ ধাড়া, সাস্থ্য কর্মাধ্যক্ষ সেখ সাবির আলি সহ অনান্যরা।
/anm-bengali/media/media_files/2025/03/22/ANM5v6TIjMwqhUUwF4cu.jpeg)