নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি ওয়াকফ আইন বিরোধী একটি বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল মুর্শিদাবাদ এবং মালদা। সেই আগুন এখনও পুরোপুরি নেভেনি, কিন্তু তার আগেই এবার ফের একবার ওয়াকফ আইন বিরোধী একটি মিছিলকে কেন্দ্র করে, ফের উত্তপ্ত হয়ে উঠলো ভাঙ্গর। আজ এই ওয়াকফ আইনকে কেন্দ্র করেই, একটি ওয়াকফ আইন বিরোধী মিছিলের ডাক দিয়েছিল ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট (ISF)।
/anm-bengali/media/media_files/x1FlBn4GiPtkr571Uc9z.png)
কিন্তু বাসন্তী হাইওয়ের কাছে এই মিছিলকে আটকে দেয় পুলিশ বাহিনী। এই মিছিলকে প্রতিহত করার জন্য প্রথম থেকেই সেখানে উপস্থিত ছিল বিশাল সংখ্যক পুলিশ বাহিনী। এরপর মিছিল ক্রমেই এগিয়ে আসলে এই মিছিলে বাধা দেয় পুলিশ। এরপরেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। একসময় পরিস্থিতি এতটাই খারাপ হয় যে লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশ। পুলিশের লাঠির আঘাতে আহত হয়েছেন বেশকিছুজন আইএসএফ (ISF) কর্মী।