নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর: পথ নিরাপত্তা সচেতনতার অঙ্গ হিসাবে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে নন্দকুমার থানার অন্তর্গত খঞ্চিতে নন্দকুমার সাব ট্রাফিক গার্ডের পরিচালনায় Safe Drive Save Life অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল পথ নিরাপত্তা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা এবং সাধারণ মানুষকে ট্রাফিক নিয়ম ও সতর্কতা সম্পর্কে অবগত করা। এর সঙ্গেই একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। পুলিশকর্মীসহ স্থানীয় মানুষ এই শিবিরে রক্তদান করেন। উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য সহ অন্যান্যরা।