নিজস্ব সংবাদদাতা: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) এলাকাতে ধরাশায়ী বিজেপি (BJP)। তৃণমূলের একচ্ছত্র জয়। পূর্ব মেদিনীপুর জেলার এগরার আলংগিরি সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে বিপুল ভোটে জয় তৃণমূল কংগ্রেস প্রার্থীদের। ১২টি আসনের সবকটি আসনই দখল করল শাসকদল।
ইতিপূর্বে, দু'টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছিলেন রাজ্যের শাসকদল। বৃহস্পতিবার দশটি আসনে নির্বাচন হয়। এদিন সকাল থেকে কড়া পুলিশি নিরাপত্তায় এগরা-১ ব্লকের আলংগিরিতে নির্বাচন শুরু হয়। বিকেলে সব আসনে জয়ী হয় তৃণমূল। ১২টি আসনে মোট ভোটার ছিলেন ৩৯৩ জন। ভোট পড়েছে ৩৮০টি।