সুপার স্পেশালিটি হাসপাতালে নেই রোগীর পরিবারের জন্য পর্যাপ্ত সুবিধা, রাত কাটছে খোলা আকাশের নীচে

হাসপাতালে নেই পর্যাপ্ত সুবিধা।

author-image
Adrita
আপডেট করা হয়েছে
New Update
COVER-Recovered১১১১.jpg

নিজস্ব সংবাদদাতা, ডেবরাঃ রাতে নেই বসার জায়গা, মশা,পোকা মাকড়ের উপদ্রপ তার মধ্যেই খোলা আকাশের নীচে কুকুরের সঙ্গে  রাত কাটাতে হচ্ছে রোগীর পরিবারদের।ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে উঠে এলো সেই চিত্র। কেউ দরজার সামনে,কেউ আবার হাসপাতাল ক্যাম্পাসের রাস্তায়,কেউ আবার ইমার্জেন্সি গেটের সামনে। কেউ হাসপাতাল ঢোকার সিড়িতে,আবার কেউ কেউ মেডিসিন সেন্টারের সামনেই একটু রাতটা কাটিয়ে নেয়। সব মিলিয়ে রাতের বেলায় চরম সমস্যায় কাটে রোগীর পরিবারদের লোকজনদের।

রোগীর পরিবারের লোকজনদের আবেদন যে, সরকার যেন তাদের থাকার মত আলো, শেড এবং অন্যান্য পর্যাপ্ত ব্যবস্থা করে দেন।

অপরদিকে এই বিষয় নিয়ে ডেবরা রোগী কল্যান সমিতির চেয়ারম্যান তথা ডেবরার বিধায়ক ডঃ হুমায়ুন কবীর বলেন এই নিয়ে আমরা অনেক আগেই ভেবেছি। সাতদিনের মধ্যে টেন্ডার হবে একটি সেড বানানোর জন্য। ৮ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। পাশাপাশি একটি ট্রমা কেয়ার অ্যাম্বুলেন্স এবং ৫ টি ডায়েলিসিস বেড দেওয়ার জন্য জেলা শাসককে আবেদন করেছি। উনি বিষয়টি দেখবেন বলেও জানিয়েছেন। 

Adddd