নিজস্ব সংবাদদাতা: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পাস না পাওয়ায় নেতাজি ইন্ডোরের বাইরে চাকরিহারাদের বিক্ষোভ । পাস ঘুরপথে বিক্রি করা হয়েছে, অভিযোগ বিক্ষোভকারী শিক্ষক-শিক্ষিকা, অশিক্ষক কর্মীদের একাংশের। পুলিশ বিক্ষোভকারীদের বাধা দিলে বচসা বাধে। চাকরিহারাদের দাবি, ২৬ হাজারের চাকরি গেছে, কোথাও যোগ্য-অযোগ্য বিভাজন করা যায়নি। তাহলে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসার ক্ষেত্রে বিভাজন কেন? প্রশ্ন বিক্ষোভকারীদের। মুখ্যমন্ত্রী বলেননি, পাস নিয়ে ঢুকতে হবে, তাহলে কেন পুলিশ আটকাচ্ছে? প্রশ্ন চাকরিহারাদের।
/anm-bengali/media/media_files/6CbcCA9fq2T98m9nfmJt.jpg)