ওয়াকফ আইন বিরোধী হিংসার ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের দাবি তুললেন মহম্মদ সেলিম

ওয়াকফ বিরোধী আইনকে কেন্দ্র করে ঘটে চলা হিংসার ঘটনায় বড় দাবি করলেন মহম্মদ সেলিম।

author-image
Debjit Biswas
New Update
mahammad selim a2.jpg

নিজস্ব সংবাদদাতা : এবার পশ্চিমবঙ্গে ওয়াক্ফ সংশোধনী আইনের বিরুদ্ধে সংগঠিত হওয়া আন্দোলনের সময় ঘটে যাওয়া হিংসা নিয়ে মুখ খুললেন সিপিআই(এম)-এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। তিনি বলেন, “বিচারবিভাগীয় তদন্ত ছাড়া সত্য সামনে আসবে না। সবাই এই ঘটনাগুলি থেকে সুবিধা নিচ্ছে। ধুলাগড়, বসিরহাট বা রানিগঞ্জ কোনও ঘটনারই তদন্ত হয় না।”

123

তিনি আরও বলেন, “যেখানে যেখানেই এমন হিংসা হোক না কেন, সেগুলির বিচার হাইকোর্টের বর্তমান কোনও বিচারকের নেতৃত্বে হওয়া উচিত। তবেই সমস্ত সত্য বেরিয়ে আসবে।”