নিজস্ব সংবাদদাতা : এবার পশ্চিমবঙ্গে ওয়াক্ফ সংশোধনী আইনের বিরুদ্ধে সংগঠিত হওয়া আন্দোলনের সময় ঘটে যাওয়া হিংসা নিয়ে মুখ খুললেন সিপিআই(এম)-এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। তিনি বলেন, “বিচারবিভাগীয় তদন্ত ছাড়া সত্য সামনে আসবে না। সবাই এই ঘটনাগুলি থেকে সুবিধা নিচ্ছে। ধুলাগড়, বসিরহাট বা রানিগঞ্জ কোনও ঘটনারই তদন্ত হয় না।”
/anm-bengali/media/media_files/2d3rOJaFN31R6nwHM6PN.jpg)
তিনি আরও বলেন, “যেখানে যেখানেই এমন হিংসা হোক না কেন, সেগুলির বিচার হাইকোর্টের বর্তমান কোনও বিচারকের নেতৃত্বে হওয়া উচিত। তবেই সমস্ত সত্য বেরিয়ে আসবে।”