নিজস্ব সংবাদদাতা : চণ্ডীপুরে সাইকেল আরোহীর মৃত্যুতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ের ধাক্কাতেই মৃত্যু বলে সুর চড়িয়েছে শাসক দল থেকে স্থানীয়রা। এমনকি উঠেছে শুভেন্দুর পদত্যাগের দাবিও। তবে কনভয়ের ধাক্কাতেই মৃত্যু কিনা তা আগে খতিয়ে দেখা হোক বলে দাবি করেছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। এবার মামলার তদন্ত ভার পুলিশ সিআইডি-র হাতে তুলে দেওয়ার পরই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন শুভেন্দু। সিবিআই তদন্তের দাবিতে গেলেন আদালতে। আগামী বুধবার হতে পারে মামলার শুনানি।
প্রসঙ্গত, ইতিমধ্যেই নিহত শেখ ইসরাফিলের পরিবারের কাছে পৌঁছিয়েছে তৃণমূলের ৫ লক্ষ টাকার চেক। এ নিয়ে বিস্তর জল ঘোলা হয়েছে। শুভেন্দু অধিকারী সাইকেল আরোহীকে চোট পেতে দেখেও হাসপাতালে নিয়ে যাননি বলে নবজোয়ার যাত্রা থেকে সুর চড়িয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঠিক কী ঘটেছিল ঘটনা? সিবিআই তদন্তের দাবিতে নিজেই আদালতে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা।