শুরু হয়ে গেল শিলিগুড়ির বহু প্রতীক্ষিত ‘বাজি মেলা’

এবারে শিলিগুড়ির কাওয়াখালী মাঠে ৫০ টি স্টল বসানো হয়েছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
ghyyu

File Picture

নিজস্ব সংবাদদাতা: আসন্ন কালীপুজো ও দীপাবলিকে কেন্দ্র করে আতশবাজি, রোশনাইয়ে মেতে উঠতে চলেছেন আপামোড় জনতা। ইতিমধ্যেই গঙ্গারামপুর নিউমার্কেটে অস্থায়ী বাজিবাজার চালু করে দিয়েছে গঙ্গারামপুর পুরসভা। পুরসভার এই উদ্যোগে খুশি গঙ্গারামপুরের বাজি ব্যবসায়ীরা। এবার সেই আতশবাজি মেলা শুরু হল শিলিগুড়িতে।

সারা বাংলা আতশবাজি উন্নয়ন সমিতির উদ্যোগে শিলিগুড়ি ফায়ার ওয়ার্কশ মেলার উদ্বোধন হয়ে গেল কাওয়াখালীতে। পশ্চিমবঙ্গ বাজি উন্নয়ন পর্ষদের উদ্যোগ বাজিকে শিল্প হিসেবে রূপ দিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু বছর ধরে বাজি মেলার আয়োজন করে থাকে। সোমবার শিলিগুড়ির কাওয়াখালী মাঠে আতশবাজি মেলার উদ্বোধন হয়ে গেল।

bvbghjhj

এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,পশ্চিমবঙ্গ আতশবাজি উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান বাবলা রায়, শিলিগুড়ি বাজি অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মনোজ পাটোদিয়া, জলপাইগুড়ি অতিরিক্ত জেলাশাসক ধীমান বারুই, সমাজসেবী মদন ভট্টাচার্য। 

সম্পূর্ণ সরকারের গাইডলাইনস মেনেই শিলিগুড়ি তথা উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় এই আতশবাজি মেলা করা হচ্ছে। এবারে শিলিগুড়ির কাওয়াখালী মাঠে ৫০ টি স্টল বসানো হয়েছে। দীপাবলীর উৎসবকে মাথায় রেখে সম্পূর্ণ নিরাপত্তা বজায় রেখেই এই মেলার আজ শুভ উদ্বোধন করা হয়েছে।

vbghj1