নিজস্ব সংবাদদাতা: মালদায় তৃণমূল কাউন্সিলারকে গুলি করে হত্যাকাণ্ডের রেশ এখনও কাটেনি। এর মধ্যেই শনিবার বিকেলে ফের চললো গুলি। মুর্শিদাবাদের নওদা থানা এলাকায় গুলি চালনার ঘটনায় চাঞ্চল্য ছড়াল এদিন। গুলিবিদ্ধ হয়ে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ভর্তি স্থানীয় যুবক রিন্টু বিশ্বাস। কে বা কারা গুলি চালাল, তদন্ত করে দেখছে পুলিশ।
জানা গিয়েছে, ওই এলাকায় একটি পুজোর বিসর্জনের শোভাযাত্রা ছিল। পাশ দিয়েই তৃণমূল কংগ্রেসের একটি মিছিল যাচ্ছিল। মিছিলে অংশগ্রহণকারী কিছু যুবকের সঙ্গে শোভাযাত্রার কয়েকজনের বচসা শুরু হয়। বচসার মাঝেই রিন্টুকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ।
খবর পেয়ে, ঘটনাস্থলে গিয়েছে নওদা থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ওই যুবক মুর্শিদাবাদের নওদার সর্বাঙ্গপুর এলাকার বাসিন্দা। যুবকের বুকের কাছে বাম দিকে গুলি লাগে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন তিনি। নওদা থানার পুলিশ পুরো ঘটনা খতিয়ে দেখছে।