পুকুরের জল ব্যবহার করা যাচ্ছে না , সংস্কারের আবেদন নিয়ে পৌরসভায় হাজির শিব ভক্তরা

ঘাটাল পৌরসভায় হাজির শিব ভক্তরা।

author-image
Adrita
আপডেট করা হয়েছে
New Update
গফ

নিজস্ব সংবাদদাতা, ঘাটালঃ পুকুরের জল ব্যবহার করা যাচ্ছে না, সংস্কারের আবেদন নিয়ে পৌরসভায় হাজির হয়েছে শিব ভক্তরা। 

ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌর এলাকার। জানা যায় ঘাটাল পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডে প্রাচীন বড়ামতলা শিব মন্দিরের শিব ভক্তরা চৌধুরী পুকুরে স্নান করে আসছে দীর্ঘ বছর যাবত। কিন্তু রাজ্য সড়ক সংস্কারের সময় থেকে পুকুরটি দীর্ঘদিন সংস্কার না হওয়ার ফলে বর্তমানে পুকুরটি ব্যবহার অযোগ্য হয়ে পড়েছে। পুকুরে স্নান করতে পারছে না শিবের ভক্তরা। তাই পুকুরটি দ্রুত সংস্কারের দাবিতে ঘাটাল পৌরসভায় হাজির শিব ভক্তরা।

শিব ভক্তদের থেকে আবেদন পেয়ে পুকুরটি দ্রুত সংস্কারের আশ্বাস দিয়েছেন ঘাটাল পৌরসভার চেয়ারম্যান তুহিন কান্তি বেরা।

Add 1