নিজস্ব সংবাদদাতা: পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা, সবং,পিংলা এবং তার পার্শ্ববর্তী এলাকায় কাঠ ফাটা রোদ্দুর। মাথায় ছাতা নিয়ে রাস্তায় মানুষজন। গরমের হাত থেকে বাঁচতে এখন থেকেই ছাওয়ার আশ্রয় নিচ্ছেন স্থানীয় বাসিন্দারা। কেউ ডাব,কেউ আখের রস,কেউ ছাতু খাচ্ছেন। আজকে এই এলাকাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রির আশেপাশে রয়েছে। গ্রীষ্মকাল শুরু হওয়ার আগেই গরমের দাপট অনেকটাই অস্বস্তিতে ফেলেছে সাধারণ মানুষকে। অন্যদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে তাপমাত্রা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে আলিপুর আবহাওয়া দফতর। কয়েকটি জেলাতে তাপ প্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।