নিজস্ব সংবাদদাতা: ওয়াকফ (সংশোধনী) বিল ইতিমধ্যে পাস হয়ে গিয়েছে। ওয়াকফ (সংশোধনী) বিলের জেপিসির চেয়ারম্যান এবং বিজেপি সাংসদ জগদম্বিকা পাল বলেছেন, "একটি ঐতিহাসিক বিল পাস হয়েছে। দরিদ্র মুসলমানরা এর মাধ্যমে ব্যাপকভাবে উপকৃত হবেন। কিছু লোক জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। দরিদ্র ও পাসমান্ডা মুসলমানরা ওয়াকফ বোর্ডে প্রতিনিধিত্ব পাবে। বিলটি খুবই স্বচ্ছ। ওয়াকফের সম্পত্তির অপব্যবহার করা হচ্ছিল এবং দরিদ্ররা এর সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিল।"
/anm-bengali/media/media_files/aAGErpWR5ttNxq3P6EnD.jpg)