নিজস্ব প্রতিনিধি: মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রসূতি মৃত্যু ও স্যালাইন-বিতর্কের মাঝে নতুন আপডেট। প্রসূতি মামণি রুইদাসের মৃত্যু হয়েছে সেপটিক শকে, এমনই দাবি করছে ময়নাতদন্তের রিপোর্ট। এবার সেই প্রসূতির পর মৃত্যুর কোলে ঢলে পড়লো অপর প্রসূতি রেখা সাউয়ের সদ্যোজাত শিশুপুত্র। ভেন্টিলেশনে টানা সাত দিন লড়াই করার পর অবশেষে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের মাতৃমা বিভাগে মৃত্যু হল সদ্যজাতর। মাতৃদুগ্ধের অভাবে মাত্র পাঁচদিন বয়সেই অসুস্থ হয়ে পড়েছিল মামণি রুইদাসের শিশুপুত্র। এবার আরেক মা সন্তানহারা হল।