নিজস্ব সংবাদদাতা: মেদিনীপুর মেডিক্য়ালে প্রসূতি মৃত্য়ুর ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। বৃহস্পতিবার ১২ জন চিকিৎসককে সাসপেন্ড করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই সরব হয়ে ওঠে আরজি কর কাণ্ডের প্রতিবাদী সংগঠন জুনিয়র ডক্টর্স ফ্রন্ট ও সিনিয়র চিকিৎসকদের সংগঠন। জানিয়েছিলেন, মেদিনীপুর মেডিক্যালের ঘটনা খতিয়ে দেখবেন তারা। কাদের আড়াল করতে মুখ্যমন্ত্রী ডাক্তারদের দায়ী করছেন? প্রশ্ন প্রতিবাদী ফ্রন্টের।
শুক্রবার মেদিনীপুর মেডিক্যালে গিয়ে পৌঁছল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট ও সিনিয়র চিকিৎসকদের সংগঠন। অভিযুক্ত চিকিৎসকদের বিরুদ্ধে FIR- এর প্রতিবাদে, পূর্ণ কর্মবিরতির সিদ্ধান্ত পরিবর্তন করেছেন তারা। পূর্ণ কর্মবিরতির সিদ্ধান্ত থেকে পিছু হটল মেদিনীপুর মেডিক্যালের জুনিয়র চিকিৎসকরা। হাসপাতালে চালু রয়েছে জরুরি পরিষেবা এবং ওপিডি।