নিজস্ব সংবাদদাতা: রাজ্যে কার্যত নজির গড়ল মেদিনীপুর পৌরসভা। মেডিক্যাল কলেজ জেলা হাসপাতাল বা মহকুমা হাসপাতাল কিংবা সুপার স্পেশালিটি হাসপাতালের বাইরে কোনও স্বাস্থ্য কেন্দ্রে এক্স-রে পরিষেবা সাধারণত পাওয়া যায় না। তবে এবার রাজ্যের মধ্যে নয়া দৃষ্টান্ত স্থাপন করল মেদিনীপুর পৌরসভার শরৎপল্লী পৌর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র।
/anm-bengali/media/media_files/2025/03/03/JayfqZR0fVZOtxlL4zkX.png)
সোমবার ৩ মার্চ থেকেই বিনামূল্যে এক্স-রে পরিষেবা দেওয়া শুরু হয়েছে এখানে। এমনটাই জানিয়েছেন মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান। পৌরপ্রধান জানিয়েছেন, “মেদিনীপুর শহরের শরৎপল্লী ইউপিএইচসি-তে স্বাস্থ্য পরিষেবার মান আরও উন্নত করার জন্য আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী আমাদের একটি এক্স-রে মেশিন দিয়েছিলেন। সেটি লাগানোর কাজ হয়ে গেছে, সোমবার থেকেই বিনামূল্যে পরিষেবা পাবেন শহরবাসী”।