কুয়াশার চাদরে ঢাকল মেদিনীপুর! ফেব্রুয়ারির শুরুতেই সর্বোচ্চ তাপমাত্রা স্পর্শ করল ৩৫ ডিগ্রি

আবহাওয়ার লেটেস্ট আপডেট

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-02-12 at 1.54.33 PM

নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: ঘন কুয়াশায় ঢাকল মেদিনীপুর-খড়গপুর সহ পশ্চিম মেদিনীপুর জেলার বেশিরভাগ এলাকা। ভোর থেকেই কুয়াশার দাপট জেলা জুড়ে। কুয়াশায় ঢেকেছে ৬০নং ও ৬নং জাতীয় সড়কও। দৃশ্যমানতা কমে যাওয়ার কারণে, যানবাহন চলছে ধীর গতিতে।

এদিকে, জেলাজুড়ে উধাও হয়েছে শীত। মঙ্গলবার রাতে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া বিভাগ সূত্রে জানা গেছে, গত চব্বিশ ঘন্টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.১৮ ডিগ্রি সেলসিয়াস এবং গড় তাপমাত্রা ছিল ২৭.১৯ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, সর্বোচ্চ তাপমাত্রা ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহেই পৌঁছে গেছে ৩৫ ডিগ্রি সেলসিয়াসে।