নিজস্ব সংবাদদাতা: পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের পয়াগ গ্রামে বাজি পাড়ায় চললো পুলিশি তল্লাশি। কোলাঘাট থানার ওসি রাজকুমার কুন্ডু ও সিআই তমলুকের নেতৃত্বে পয়াগ গ্রামের বাজি পাড়ায় হানা দেন বিশাল পুলিশ বাহিনী নিয়ে। ঘণ্টা দেড়েক চলে তল্লাশি অভিযান। বেশ কয়েকটি আতসবাজি কারিগরের বাড়ি থেকে প্রায় ৮০০ কেজি বাজির মশলা ও উপকরণ উদ্ধার করেন তারা।
গত দুদিন আগে দক্ষিণ ২৪ পরগণায় বাজি বিষ্ফোরণের ঘটনার পর এই পূর্ব মেদিনীপুর জেলাতেও পুলিশি সক্রিয়তা লক্ষ্য করা গেল। তবে আজ কেউ গ্রেফতার হয়নি।
/anm-bengali/media/post_attachments/d9bca8c5-3e8.png)