আগুনে পুড়ে ছাই বাড়ির সামগ্রী, ঘটনাস্থলে দমকলের ১ টি ইঞ্জিন

হতাহতের কোনও খবর নেই।

author-image
Adrita
New Update
শোভাবাজারে বিধ্বংসী আগুন

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ ভর সন্ধ্যায় বসতবাড়িতে আগুন, পুড়ে ছাই বাড়ির সামগ্রী। ঘটনাস্থলে দমকলের ১ টি ইঞ্জিন। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার কুঁয়াপুর এলাকায়। জানা যায় কুঁয়াপুরের বাসিন্দা আশীষ খামরুই সন্ধ্যায় গোয়ালঘরে ধোঁয়া দিয়েছিল তার কিছুক্ষণ পর দাউ দাউ করে জ্বলতে থাকে। আগুন কিছুক্ষণের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে বাড়ির দ্বিতল পর্যন্ত। ঘটনার কথা জানাজানি হতেই এলাকার মানুষজন দ্রুত এসে আগুন নেভানোর কাজে হাত লাগায়। ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় গোয়ালঘরের দ্বিতলে বসতবাড়িতে থাকা আসবাবপত্র এবং বাড়িতে থাকা অন্যান্য সামগ্রী। ঘটনার খবর যায় চন্দ্রকোনা থানায় ও ঘাটাল দমকল বিভাগে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে উপস্থিত হয় চন্দ্রকোনা থানার পুলিশ। স্থানীয়দের প্রচেষ্টায় আগুন বেশ কিছুক্ষণ পর নিয়ন্ত্রনে আসে। পাম্প চালিয়ে গ্রামবাসীরা আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ঘটনাস্থলে উপস্থিত হয় ঘাটাল দমকল বিভাগের একটি ইঞ্জিন। কিভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখছে দমকল বিভাগের আধিকারিকেরা। আগুনে বাড়িতে থাকা সর্বস্র খুইয়ে ভেঙে পড়েছে বাড়ির সদস্যরা।