নিজস্ব সংবাদদাতা : অস্বাভাবিক মৃত্যু হল পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার বাসিন্দা একজন সিআরপিএফ অফিসারের। জানা গিয়েছে গত বুধবার মধ্যপ্রদেশে তাঁর মৃত্যু হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম দেবীপ্রসাদ চক্রবর্তী, বয়স আনুমানিক ৫৭-৫৮ বছর, বাড়ি গড়বেতার গড়ঙ্গা এলাকায়। জানা গিয়েছে, তিনি ছিলেন সিআরপিএফের অফিসার, কর্মস্থল ছিল দিল্লিতে। তিনি দিল্লি থেকে মধ্যপ্রদেশের একটি এলাকায় গিয়েছিলেন অফিসের কাজে। বুধবার সেখানেই তাঁর মৃত্যু হয়।
/anm-bengali/media/media_files/2025/03/30/1000178664-257014.jpg)
কিভাবে এই মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের রিপোর্ট পেলেই জানা যাবে বলে তাঁর ঘনিষ্ঠ জনেরা জানিয়েছেন। শনিবার সেই মৃতদেহ পৌঁছায় এলাকায় এবং তার শেষ কৃত্য সম্পন্ন হয়, ঘটনায় যথেষ্ট শোকের ছায়া নেমে আসে এলাকা জুড়ে।