অবশেষে মিলল স্বস্তি ! খোঁজ মিলল বাঘিনী জিনাতের

মিলল স্বস্তি।

author-image
Adrita
আপডেট করা হয়েছে
New Update
royal-bengal-tiger-joynagar_480x480

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ অবশেষে বাগে আনা গেল বাঘিনী জিনাতকে। সূত্র মারফত জানা গিয়েছে যে, বিগত কয়েকদিন ধরেই বাঁকুড়া, পুরুলিয়ার বন দফতরের কর্মীদের নাজেহাল করে তুলেছিল বাঘিনী। 

তবে সূত্র মারফত জানা গিয়েছে যে, আজ বহু চেষ্টার পরে দেখা মিলল জিনাতের। জানা গিয়েছে বাঁকুড়ায় দেখা  জিনাতকে। তাকে ঘুমপাড়ানি গুলিও করা হয়েছে বলে সূত্রের খবর।