BIG NEWS: প্রাক্তন কাউন্সিলরের গাড়ি ভাঙচুর! ব্যাপক চাঞ্চল্য

রীতিমতো ক্ষুব্ধ সেই প্রাক্তন কাউন্সিলর।

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
WhatsApp Image 2025-03-20 at 1.24.10 PM

হরি ঘোষ, দুর্গাপুর: প্রাক্তন কাউন্সিলরের গাড়ি ভাঙচুরকে কেন্দ্র করে চাঞ্চল্য দুর্গাপুরের ২৬ নম্বর ওয়ার্ডে। অভিযোগ দায়ের নিউ টাউনশিপ থানায়। তদন্তে নামল পুলিশ। 

জানা যায়, দুর্গাপুর নগর নিগমের ২৬ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর দীপেন মাজি দুর্গাপুরের এবিএল টাউনশিপে সপরিবারে থাকেন। তার ছেলের নামে একটি চার চাকার গাড়ি রয়েছে। সেই গাড়িটি তিনিও ব্যবহার করেন। অভিযোগ, মঙ্গলবার রাতের অন্ধকারে গাড়ির পিছনের কাঁচ এবং লুকিং গ্লাসে ভাঙচুর চালানো হয়। বুধবার সকালেই এই ঘটনা নজরে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে যায় এলাকাজুড়ে। বুধবার বিকেলে নিউ টাউনশিপ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন দীপেনবাবু। প্রাক্তন কাউন্সিলর দীপেন মাজি বলেন, "উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের গাড়িটিতে ভাঙচুর চালানো হয়েছে। এই কাজ দুষ্কৃতীদের। আমরা আতঙ্কের মধ্যে রয়েছি। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই নিউ টাউনশিপ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি এবং এবিএল কারখানার অধীনস্থ টাউনশিপ হওয়ায় কারখানা কর্তৃপক্ষের কাছেও অভিযোগ জানিয়েছে। যারা এই ঘটনা ঘটাল তাদের গ্রেফতারের দাবি জানাচ্ছি"। 

letter