নিজস্ব সংবাদদাতাঃ পুকুর ভরাটের অভিযোগ উঠলো ব্যারাকপুর পৌরসভা ২ নম্বর ওয়ার্ডের অন্তর্গত কালিয়া নিবাস এলাকায়। ' বড়পুকুর ' নামে পরিচিত এটি। জানা গিয়েছে যে এলাকার লোকজনের নিত্যদিনের কাজের জন্য এই পুকুরের জল ব্যবহার করা হয়। তবে সেই পুকুরের জল আজ ধীরে ধীরে ব্যবহারের অনুপযুক্ত হয়ে উঠছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে, পুকুরের পাড় ঘিয়ে দেওয়া হয়েছে। পুকুরে কিছুটা অংশ বুঝিয়ে দিয়ে ইতিমধ্যেই তৈরি করা হয়েছে একটি টিনের ঘর। এর পাশাপাশি পুকুরের বিভিন্ন দিক বাঁশ দিয়ে ঢেকে সেখানে নোংরা আবর্জনা ফেলে ভরাটের চেষ্টা করা হচ্ছে। এই সবকিছুর প্রতিবাদের সরব হলেন ওয়ার্ডের কাউন্সিলর সম্রাট তপাদারসহ এলাকার মানুষেরা। জানা গিয়েছে, এলাকাবাসী থেকে শুরু করে ওয়ার্ডের মানুষের অভিযোগ এই পুকুর আপৎকালীন পরিস্থিতিতে বিপদ থেকে বাঁচতে সাহায্য করেছে।
এ ক্ষেত্রে উল্লেখ্য যে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন যে, বেআইনিভাবে কোনও পুকুর ভরাট করা যাবে না। সেই নির্দেশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দেদার চলছে বিভিন্ন জায়গায় পুকুর ভরাটের কাজ। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে পুকুর ভরাটের অভিযোগ শুনে ওয়ার্ডের কাউন্সিলর সম্রাট তপাদার নিজে এলাকাবাসীদের নিয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেন। পুকুরের পাড়ে সবুজায়ন রক্ষার্থে নানারকম গাছ লাগানো হয়েছে বলেও জানা গিয়েছে। পুকুরের পাড় বাঁধানো থেকে শুরু করে পুকুরটির জল পুনরায় ব্যবহারের জন্য পুকুর পরিষ্কারের আবেদন করা হয়েছে এলাকাবাসীদের।