নিজস্ব সংবাদদাতা: ঘাটাল রাম মন্দিরে পরমপুরুষ রঘুবীরের চরণে ভক্তিপূর্ণ প্রণাম করে মন্দির কমিটির আমন্ত্রণে রামনবমীর শোভাযাত্রায় অংশ নিলেন বিধায়ক অজিত মাইতি। বিধায়ক এদিন জানান মাননীয় সাংসদ দীপক অধিকারীর (দেবের) ইচ্ছে থাকলেও জরুরি কাজের জন্য আসতে পারলেন না তিনি। তাই তাঁর ইচ্ছে মতোই তিনি এসেছেন রাম মন্দিরে। তবে সাংসদ সবাইকে রাম নবমীর শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়েছেন, বলে এদিন জানান অজিত মাইতি।
/anm-bengali/media/media_files/2025/04/06/X2PJvaIqhUfByeVQ4UJa.jpeg)