নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর: গভীর রাতে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ালো এলাকায়। মুহুর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে গেল একটি ফলের দোকান। আগুন দেখেই লোকজন ছুটে আসে।
/anm-bengali/media/media_files/2025/03/29/ShMekJKKAM3bCfJBFBnp.jpeg)
ডেবরা বাজারে অবস্থিত একটি ফলের দোকানে গভীর রাতে হঠাৎ করেই আগুন লেগে যায়৷ দমকল আসার আগেই পুরো দোকান পুড়ে ছাই হয়ে যায়। খবর দেওয়া হয় দমকলে। তারপর দমকল এসে পৌঁছায়। তার মধ্যেই সব শেষ। তবে বড় বিপদ থেকে রক্ষা পায় ডেবরা বাজার। কারণ ডেবরা বাজার এলাকা ঘিঞ্জি এলাকায়। সেক্ষেত্রে এই আগুন ছড়িয়ে পড়ার প্রবণতা ছিল। তবে দমকল আসার ফলে আগুন নেভানো সম্ভব হয়েছে৷ তা না হলে একসঙ্গে অনেক গুলো দোকান পুড়ে যাওয়ার আশঙ্কা ছিল।