নিজস্ব সংবাদদাতা: পশ্চিম মেদিনীপুর জেলার অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা হল ডেবরা। যার ওপর দিয়ে ১৬ নং জাতীয় সড়ক এবং দক্ষিণ পূর্ব রেলওয়ের রেল লাইন রয়েছে। বর্তমানে এই ডেবরার ওপর দিয়েই প্রতিদিন হাজারের বেশি বাস এবং একাধিক সরকারি বাস ও শতাধিক দূরপাল্লার বাস যাতায়াত করে। কলকাতা যেতে গেলে ডেবরা থেকে সবং, পিংলার মানুষজনও আসেন। সেক্ষেত্রে ডেবরায় বাস ডিপো তো দূরের কথা একটা যাত্রী প্রতিক্ষালয়ও নেই।
ডেবরা থেকেই যাত্রীরা বাস ধরেন সবং, পিংলা, পটাশপুর, ময়না, কলকাতা, ওড়িশা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া সহ একাধিক এলাকায় যাতায়াতের জন্য। কিন্তু কোনো ডিপো বা যাত্রী প্রতিক্ষালয় না থাকায় ফাঁকা জায়গাতেই দাঁড়িয়ে থাকতে হয় যাত্রীদের। ঝড় বৃষ্টি মাথায় করে কখনও দোকানে ঠাঁই হয়, তো কখনও তাও হয় না। ভিজে ভিজেই যেতে হয় গন্তব্যস্থলে।
/anm-bengali/media/media_files/2025/03/28/fJINSUmZQZ3cosGpaX0X.png)
আর সেই সমস্যার সমাধানে উদ্যোগী হল রাজ্য পরিবহণ দপ্তর। গত বছরের নভেম্বর মাসে পরিবহণ মন্ত্রীকে চিঠি লেখেন ডেবরা বিধানসভার বিধায়ক ডঃ হুমায়ুন কবীর। তারপরেও একাধিক চিঠি করা হয়েছে। অবশেষে সেই চিঠির সবুজ সংকেত এসেছে। রাজ্য পরিবহণ দপ্তর থেকে জেলাশাসককে চিঠি করা হয়েছে ডেবরার আলিশাহাগড় মৌজায় সরকারি জমি খুঁজে চিহ্নিতকরণ করার জন্য। তা হলেই বাকি কাজ এগোবে। এতে অনেকটাই খুশি এলাকাবাসী।
এ বিষয়ে বিধায়ক ডঃ হুমায়ুন কবীর জানান, “ডেবরায় বহু মানুষের যাতায়াত এবং প্রচুর যানবাহন চলে। দূরপাল্লার বাস চলে। যাত্রী হয়রানি অনেকটাই হয়। তাই আমরা উদ্যোগ নিয়ে এই বাস ডিপো করার চিন্তা ভাবনা নিয়েছি। পরিবহণ দপ্তর সাড়া দিয়েছে৷ দেখা যাক কী হয়!”