'দফা এক দাবী এক মমতার পদত্যাগ'! স্লোগান উঠতেই DYFI- এর মিছিলে পড়ল বোমা

কেন পড়ল বোমা?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2024-08-28 at 6.21.46 PM

হরি ঘোষ, দুর্গাপুর : 'দফা এক দাবী এক মমতার পদত্যাগ' স্লোগান উঠতেই ডিওয়াইএফআইএর মিছিলে বোমা। ডিওয়াইএফআই কর্মীদের সাথে তৃণমূল কর্মীদের হাতাহাতি থেকে রণক্ষেত্র চেহারা নিল দুর্গাপুর নগর নিগম মোড়। তারপরেই  সিটি সেন্টারের সিপিএমের বিমল দাশগুপ্ত ভবনে দফায় দফায় বোম ছোড়া হয়। ভেঙে গুড়িয়ে দেওয়া হয় একাধিক বাইক। উভয় পক্ষেরই আহত একাধিক। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী।

WhatsApp Image 2024-08-28 at 6.21.47 PM

সিপিএমের প্রাক্তন বিধায়ক বিপ্রেন্দু চক্রবর্তী অভিযোগ করেন,"ডিওয়াইএফআইয়ের মিছিল চলছিল শান্তিপূর্ণ। দুর্গাপুর নগর নিগমের পাশ হয়ে যাচ্ছিল মিছিলটি। তখনই তৃণমূলের দুষ্কৃতীরা হামলা চালায়। জেলা কমিটির সদস্য স্বপন মাতা সহ ২১ জন আহত হয়েছে। আমাদের বিমল দাশগুপ্ত ভবনে বোমা ছোড়া হয়েছে। ভেঙে দেওয়া দেওয়া হয়েছে বহু বাইক। এ চরম অরাজগতা দেখছে সারা রাজ্যের মানুষ।" 

WhatsApp Image 2024-08-28 at 6.21.47 PM (1)

তৃণমূল নেতা পঙ্কজ রায় সরকার পাল্টা অভিযোগ করেন,"আমাদের কর্মীদের ওপর গালিগালাজ করছিল ডিওয়াইএফআই আর বিজেপি মিলে। প্রতিবাদ করলে আমাদের ওপর হামলা চালায়। আমাদের ১০ জন কর্মী আহত হয়েছে, চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বিজেপির মিছিল বাতিল হওয়ার কারণে ডিওয়াইএফআইয়ের মিছিলেই বিজেপির কর্মীরা যোগ দিয়েছিল। তারা আমাদের ওপর হামলা চালিয়েছিল। সেখানেই সংঘর্ষ শুরু হল। সংঘর্ষ হলে তো আহত হবেই। তবে আমাদের কর্মীরা সংযত ছিল।" 

WhatsApp Image 2024-08-28 at 6.21.47 PM (2)

আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার অভিষেক গুপ্তা বলেন, "কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছিল পুলিশ।কারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের চিহ্নিতকরণের কাজ চলছে। দ্রুত এই ঘটনার সাথে যুক্ত অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।"

WhatsApp Image 2024-08-28 at 6.21.48 PM