নিজস্ব সংবাদদাতা : হিন্দু সনাতনী ঐক্য মঞ্চের পক্ষ থেকে আজ পশ্চিম মেদিনীপুর জেলা মথুরা কাটি এলাকায় শ্যাম বাবা মন্দির মাঠে আখাড়ার প্রস্তুতি ও লাঠি খেলা প্রশিক্ষণের আয়োজন করা হয়। এই প্রশিক্ষণে উপস্থিত হন খড়গপুর শহরের রামনবমী আখড়ার বিভিন্ন ওস্তাদরা। সেই প্রশিক্ষণে উপস্থিত হন পশ্চিম মেদিনীপুরের প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। সেখানে তিনি লাঠি খেলোয়াড়দের সাথে সাথে নিজেও লাঠি ঘোরান।