নিজস্ব সংবাদদাতা : কাল সংসদে আলোচনার কেন্দ্রবিন্দু হবে ওয়াকফ সংশোধনী বিল। আর এবার এই ওয়াকফ সংশোধনী বিল নিয়েই বিরোধীদের চাপে ফেলে দিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ। আজ এই বিষয়কে কেন্দ্র করেই তিনি নিজের এক্স (টুইটার)-এ লিখেছেন, "ওয়াক্ফ সংশোধনী বিল কাল সংসদে উঠছে। এখন দেখার বিষয় এটাই যে, উদ্ধব বালাসাহেব ঠাকরের শিব সেনা কি আদৌ হিন্দু হৃদয়সম্রাট বালাসাহেব ঠাকরের আদর্শ মেনে চলবে, নাকি রাহুল গান্ধীর পথ অনুসরণ করে তোষণনীতি চালিয়ে যাবে ?"
/anm-bengali/media/media_files/Bn0T9SA5cRpFmmKNaiQs.jpg)
নিজের এই টুইটের মাধ্যমেই উদ্ধব ঠাকরেকে দারুন চাপে ফেলে দিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ।