নিজস্ব সংবাদদাতা : এবার ওয়াকফ বোর্ড নিয়ে নিজের বক্তব্য রাখতে গিয়ে, এক বিরাট দাবি করে বসলেন রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার। তিনি বলেন, "গণতন্ত্রে বিরোধী দল সবসময়ই সরকারবিরোধী কথা বলে। কিন্তু ভারত একটি ধর্মনিরপেক্ষ দেশ, তাই এখানে সবসময় প্রকৃত ধর্মনিরপেক্ষতাই বজায় থাকা উচিৎ।"
/anm-bengali/media/media_files/PazO2Af3LUEXU05sV1wC.jpg)
এরপরেই তিনি বলেন, "ইসলামিক দেশগুলির মধ্যে কোথাও কোনও ওয়াকফ বোর্ড নেই। তাহলে ভারতে ওয়াকফ বোর্ডের প্রয়োজন কেন? যদি মুসলিমদের জন্য ওয়াকফ বোর্ড থাকে, তবে হিন্দু, খ্রিস্টান ও জৈনদের জন্যও ঠিক একই ব্যবস্থা থাকা উচিৎ। কিন্তু বাস্তবে তা নেই।"