জোর করে হিন্দুত্ব চাপাবেন না ! কাকে কটাক্ষ করে বিস্ফোরক মন্তব্য করলেন আদিত্য ঠাকরে ?

কেন হঠাৎ করে এমন মন্তব্য করলেন আদিত্য ঠাকরে ?

author-image
Debjit Biswas
New Update
Aaditya THakll1.jpg

নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি শিব সেনা (একনাথ শিন্ডে) নেতা সঞ্জয় নিরুপম দাবি করেছেন যে, মুম্বাইয়ের রাস্তায় মাংস, মাছ ও মটন বিক্রি নিষিদ্ধ করা উচিৎ। আর এবার এই বিষয়কে কেন্দ্র করেই এক বিস্ফোরক মন্তব্য করলেন শিব সেনা (উদ্ধব ঠাকরে) নেতা আদিত্য ঠাকরে। তিনি বলেন, "প্রত্যেক রাজ্যেরই একটা নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য রয়েছে। তাই আমাদের ওপর জোর করে আপনাদের হিন্দুত্ব চাপিয়ে দেবেন না।"

aditya thakreyq1.jpg

এরপর কুনাল কামরা প্রসঙ্গে তিনি বলেন, '' কেন্দ্র সরকারই এখন আসল কমেডি করছে।''