নিজস্ব সংবাদদাতা: জগদ্দল গুলি কাণ্ডে আরও বিপাকে পড়লেন বিজেপি নেতা অর্জুন সিং। এবার তাঁর বিরুদ্ধে জারি হল গ্রেফতারি পরোয়ানা। ব্যারাকপুর এজিএম আদালত জারি করল গ্রেফতারি পরোয়ানা। অর্জুন সিং বর্তমানে রাজ্যের বাইরে রয়েছেন। এর আগে বেশ কয়েকবার তাঁকে জিজ্ঞাসাবাদের জন্যে ডেকে পাঠিয়েছিল জগদ্দল থানার পুলিশ। তাঁর বাড়িতেও গিয়েছিল পুলিশ। তবে কোনওবারই পুলিশের মুখোমুখি হননি অর্জুন সিং। তাই এবার তাঁর বিরুদ্ধে জারি হল গ্রেফতারি পরোয়ানা।
/anm-bengali/media/media_files/M1xQgRgqgtjVm8KtMMqw.jpg)