BREAKING: সব দলীয় পদ থেকে অব্যহতি নিলাম- পোস্ট করে ঝড় তুললেন এই বিজেপি বিধায়ক!

কেন এই সিদ্ধান্ত?

author-image
Anusmita Bhattacharya
New Update
breakingbig

নিজস্ব সংবাদদাতা: ২৬- এর আগে ফের বঙ্গ বিজেপিতে দ্বন্দ্ব। নেতৃত্বে প্রশ্ন, পদ ছাড়ছেন বিজেপি বিধায়ক। নেতৃত্বের একাংশকে নিশানা কুমারগ্রামের বিজেপি বিধায়ক মনোজ কুমার ওরাওঁয়ের। ফেসবুকে করলেন পোস্ট। 

BJP: শুভেন্দু-দিলীপের প্রশংসা করেও বিস্ফোরক কুমারগ্রামের বিজেপি বিধায়ক,  ছাব্বিশের ফল নিয়ে আশঙ্কা প্রকাশ - Bengali News | BJP MLA of Kumargram  Manoj Kumar Oraon ...

এই বিজেপি বিধায়ক লেখেন, "শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষ বাংলায় পরিবর্তন আনতে জান প্রান লাগিয়ে দিচ্ছে। কয়েকজন নেতৃত্ব ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে উঠে পরে লেগেছে। কিন্তু কয়েকজন সাধারণ কর্মীদের ভাবাবেগে আঘাত করে ও তাদের পছন্দের বিরুদ্ধে চাটুকারিকেই প্রধান্য দিচ্ছে । আলিপুরদুয়ার জেলায় নির্বাচনে দলের রেজাল্ট খারাপ হলে এর দায় তাদেরই নিতে হবে। এই পরিবেশে দলের কোন দায়িত্বে থাকতে পারছি না। তাই সব দলীয় পদ থেকে অব্যহতি নিলাম। একজন সাধারণ কর্মী হিসাবে বিজেপিতে থাকবো। ভারত মাতা কি জয় বিজেপি জিন্দাবাদ"।