নিজস্ব সংবাদদাতা : এবার মাত্র ৩৩ দিনের মধ্যেই, প্রায় ১২,০০০ ফুট উচ্চতায় একটি গুরুত্বপূর্ণ রাস্তা খুলে দিয়ে, এক নতুন রেকর্ড করলো বর্ডার রোডস অর্গানাইজেশন (BRO)। এই বিষয়ে বিআরও-এর লেফটেন্যান্ট জেনারেল রঘু শ্রীনিবাসন জানান, ''২৫ ফেব্রুয়ারি থেকে শুরু করে ১ এপ্রিল পর্যন্ত এই রাস্তাটি বন্ধ ছিল। কিন্তু বিশেষজ্ঞ টিমের দক্ষতা ও কঠোর পরিশ্রমের ফলে, রেকর্ড সময়ের মধ্যেই রাস্তা খুলে দেওয়া সম্ভব হয়েছে।''
/anm-bengali/media/media_files/Dc9dfmgd7kfqOJmSSFtm.jpg)
এছাড়াও তিনি বলেন, ''এই ক্ষেত্রে প্রকল্প হিমাঙ্ক (শ্রীনগর) ও প্রকল্প বিজয়ক (কারগিল) একসঙ্গে কাজ করেছে। তবে, এই রাস্তা পরিষ্কারের সময়, ধ্বসের আশঙ্কা ছিল প্রবল।''