শালবনিতে বন দফতর ফসলে চালাল বুলডোজার

কেন এমনটা করা হল?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-04-01 at 6.02.03 PM

নিজস্ব প্রতিনিধি: জমিতে লাগানো হয়েছিল ফসল। সেই ফসলের উপরই বুলডোজার চালান বন দফতর। ওই জায়গায় নতুন করে গাছ লাগানো হবে বলে দাবি বন দফতরের। 

Bulldozer | Heavy-duty, Construction, Earthmoving | Britannica

বন দফতর সূত্রে জানা গিয়েছে, ওই জায়গায় চাষ করতে নিষেধ করা হয়েছিল বছরখানেক আগে। জানিয়ে দেওয়া হয়েছিল চলতি মরশুমে গাছ লাগানো হবে। পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন এলাকায় জঙ্গলের জায়গা দখল করে চাষাবাদ শুরু করে দিয়েছিল বহু মানুষজন। ফলে বন দফতরের জায়গা ক্রমশ কমে আসছিল। এমনই চিত্র দেখা গিয়েছিল শালবনি ব্লকের ভীমপুর গ্রাম পঞ্চায়েতের তালডাঙ্গায়। গত বছর যৌথ বন পরিচালন কমিটির সঙ্গে বৈঠক করে বন দফতর জানিয়ে দেয় দখলে থাকা ৫ হেক্টর জায়গা খালি করতে হবে। তারপরও সেই জায়গা দখল করে থাকা ব্যক্তিরা নতুন করে জমিতে চাষাবাদ শুরু করে। এই বছর গাছ লাগানোর প্রক্রিয়া শুরু হলে সেই ফসলের উপর বুলডোজার চালায় লালগড় রেঞ্জের বন কর্মীরা। রেঞ্জের আধিকারিক লক্ষীকান্ত মাহাত বলেন, "বছরখানেক আগেই জানিয়ে দেওয়া হয়েছিল ওই জায়গায় চাষ না করার জন্য। নতুন করে গাছ লাগানো হবে। সেই মতো বুলডোজার দিয়ে তার কাজ শুরু হয়েছে"। বন দফতরের এক আধিকারিক জানিয়েছেন, "বন দফতরের জায়গা দখল করে যে সমস্ত এলাকায় চাষাবাদ শুরু করেছে, সমস্ত জায়গা পুনরুদ্ধার করা হবে এবং গাছ লাগানো হবে"।