নিজস্ব সংবাদদাতা: গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে তাপপ্রবাহে চলছে পশ্চিমবঙ্গে। গত সপ্তাহে হাওয়া অফিস জানিয়েছিল, বুধ-বৃহস্পতিবার নাগাদ বৃষ্টি হতে পারে। কিন্তু সপ্তাহের শুরুতেই আবার খারাপ খবর।
চলতি সপ্তাহেও রাজ্যজুড়ে চলবে তাপপ্রবাহ। উত্তরবঙ্গের পার্বত্য এলাকাতেও গরম বাড়তে পারে। সোমবার বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদ জেলাতে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে থাকবে একই পরিস্থিতি। মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া এবং হুগলিতে। কলকাতাতেও চরম অস্বস্তিকর গরম অনুভূত হচ্ছে।