পরিত্যক্ত গাড়িতে উঠেছিল চার খুদে, তারপরই ঘটে গেল মর্মান্তিক পরিণতি!

জখমদের বয়স ৫ থেকে ৮ বছরের মধ্যে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
WhatsApp Image 2024-11-13 at 17.47.18

File Picture

নিজস্ব সংবাদদাতা: পরিত্যক্ত গাড়ির একটি কেবিনের ভেতরে খেলতে গিয়ে আগুনে ঝলসে গেল এক শিশুকন্যা ও তিন নাবালক। কাঁকসার রাইস মিল রোডে একটি পরিত্যক্ত গাড়ির কেবিনের ভেতরে খেলা করার সময় হঠাৎ গাড়ির ভেতর থেকে ধোঁয়া বের হতে শুরু করে। গাড়ির ভেতর আটকা পড়ে ৪ জনেই। ওই নাবালক ও শিশু কন্যার চিৎকার শুনে এলাকার মানুষ ছুটে এসে তাদের উদ্ধার করে। স্থানীয়রা তাদের উদ্ধার করে পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের মধ্যে দুই জনকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ও অপর দুই জনকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয়। 

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ। যে ব্যক্তি তাদের উদ্ধার করে সেও অসুস্থ হয়ে পড়লে তাকে পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

bcbgg

যা জানা যাচ্ছে, ছিল না ইঞ্জিন। সেই বনেটের তলায় খেলতে গিয়ে আগুন লেগে ঝলসে যায় চার শিশু। জখমদের বয়স ৫ থেকে ৮ বছরের মধ্যে। স্থানীয় সূত্রে জানা গেছে, পানাগড় রাইস মিল রোডের ৪ শিশু, কাওয়ারিপট্টি এলাকায় একটি পুরোনো বোলেরো গাড়ির ভিতর ঢুকে খেলছিল। ছিলনা ইঞ্জিন। সেই বনেটের নিচে আগুন নিয়ে খেলা করছিল তারা। তখনই দুই শিশুর শরীরে আগুন লেগে যায়। আরো দুই শিশু বেরোনোর চেষ্টা করলে তারাও আটকে যায়। তাদের চিৎকার শুনে ছুটে আসে এলাকার বহু মানুষ। তারা কোনরকমে চার শিশুকে উদ্ধার করে। 

WhatsApp Image 2024-11-13 at 17.47.19

স্থানীয় পঞ্চায়েত সদস্য জিতেন্দ্র পাশওয়ান এদিন বলেন, “পুরোনো বোলেরোর বনেটের নীচে প্রায় দিনে খেলা করে বাচ্চারা। আজ আচমকা আগুন জ্বালিয়ে দেয় তারা। সেই আগুন লেগে ঝলসে যায় তারা। আমরা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছি। তবে গাড়িটি কার তা এখনো জানা যায়নি। পুলিশ তদন্ত করে দেখছে”। একই সাথে প্রত্যক্ষদর্শী এক মহিলা এদিন জানান, খেলতে খেলতেই এই ঘটনা ঘটে গিয়েছে।