নিজস্ব সংবাদদাতা : আজ আইপিএল ২০২৫-এর ২১তম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি লখনও সুপার জায়ান্টস। আর আজকের এই ম্যাচেই প্রথমে ব্যাট করতে নেমে, কেকেআর-কে বড় রানের টার্গেট দিল লখনও সুপার জায়ান্টস। বড় রান পেলেন মিচেল মার্শ (৮১) আর নিকোলাস পুরান (৮৭) ।
/anm-bengali/media/media_files/57RWKYDzV44LjcS4gBah.jpg)
প্রথমে ব্যাট করতে নেমে প্রায় ২৩৭ রান করে লখনও সুপার জায়ান্টস। ২৩৮ রান করে আজকের ম্যাচ নিজের পকেটে পুড়তে পারবে কি কেকেআর ? জানা যাবে আর কিছুক্ষন পরেই। দেখতে থাকুন খেলার সমস্ত আপডেট।