নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি লখনউয়ের তিনটি মুসলিম সংগঠন হুরিয়ত থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে। আর এবার এই তিনটি মুসলিম সংগঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বড় মন্তব্য করলেন, শিয়া ধর্মগুরু মৌলানা কালবে জওয়াদ। তিনি বলেন, "এটা খুবই ভালো একটা সিদ্ধান্ত, আমরা এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। কাশ্মীর আমাদের হৃদয়ের অংশ। আমরা সবাই ভারতীয়, আমরা সবাই ভারতের প্রতি বিশ্বস্ত এবং আমরা সবাই চাই যে কাশ্মীর ভারতেরই অংশ থাকুক। যারা কাশ্মীরকে পাকিস্তানের অংশ করতে চায়, তারা ভুল করছে।"
/anm-bengali/media/media_files/2025/03/11/c4s9f6QRlsU2qASrJOyT.jpeg)
এরপর তিনি বলেন, ''আমি চাই ভারতের সাথে যুক্ত হয়ে যাক পাকিস্তান, ওটাও আমাদেরই অংশ।''