নিজস্ব সংবাদদাতা: ডেবরা এবং সবংয়ে চোলাইয়ের ঠেকে অভিযান, ৩০০ লিটার চোলাই মদ এবং ১০ হাজার লিটার চোলাই মদ তৈরির সরঞ্জাম নষ্ট করলো ডেবরা এবং সবং সার্কেলের আবগারি দপ্তর।
/anm-bengali/media/media_files/2025/03/18/Nv78rBH9Cvm66qt69QGF.png)
পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লক এবং ডেবরা ব্লকের একাধিক জায়গায় আবগারি দপ্তরের অভিযান চলে এদিন। সবং সার্কেল এবং ডেবরা সার্কেলের আবগারি ওসিদের অভিযানে ডেবরার মলিঘাটি, হরিনারায়নপুর, শ্রীপুর সহ একাধিক এলাকা এবং সবং ব্লকের সিঁদুরমুড়ি, হারনা, রুইনান সহ একাধিক জায়গায় অভিযান চালিয়ে ৩০০ লিটার চোলাই মদ এবং ১০ হাজার লিটার চোলাই মদ তৈরির সরঞ্জাম নষ্ট করা হল এদিন।