নিজস্ব সংবাদদাতা: ২৬ ফেব্রুয়ারি মহা শিবরাত্রি। এদিন মহাকুম্ভে (Mahakumbh 2025) অমৃত স্নানের পুণ্যতিথি। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বাতিল হয়েছে বেশ কিছু দূরপাল্লার ট্রেন (Train Candcellation)। এক নজরে দেখে নিন পূর্ব রেলের বাতিল ট্রেনগুলির তালিকা।
এক নজরে বাতিল ট্রেনের তালিকা:
12312 কালকা–হাওড়া নেতাজি এক্সপ্রেস (২২ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি)
12311 হাওড়া–কালকা নেতাজি এক্সপ্রেস (২২ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি)
12367 ভাগলপুর–আনন্দ বিহার এক্সপ্রেস (২২ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি)
12368 আনন্দ বিহার–ভাগলপুর এক্সপ্রেস (২২ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি)
22308 বিকানের–হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস (২২, ২৩ ফেব্রুয়ারি ও ২৬ ফেব্রুয়ারি)
12308 যোধপুর–হাওড়া এক্সপ্রেস (২৪ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি)
12307 হাওড়া–যোধপুর এক্সপ্রেস (২২, ২৩ ফেব্রুয়ারি থেকে ২৫,২৬ ফেব্রুয়ারি)
22307 হাওড়া–বিকানের সুপারফাস্ট এক্সপ্রেস (২৪ ফেব্রুয়ারি)
12176 গ্বালিয়র–হাওড়া চম্বল এক্সপ্রেস (২২ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি)
12175 হাওড়া–গ্বালিয়র চম্বল এক্সপ্রেস (২৩ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি)
22911 ইন্দোর–হাওড়া শিপ্রা এক্সপ্রেস (২২ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি)
22912 হাওড়া–ইন্দোর শিপ্রা এক্সপ্রেস (২২ ফেব্রুয়ারি, ২৪ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি)
12178 মথুরা–হাওড়া এক্সপ্রেস (২৪ ফেব্রুয়ারি)
12348 গড্ডা – নয়াদিল্লি এক্সপ্রেস (২৪ ফেব্রুয়ারি)