নিজস্ব সংবাদদাতা: মহাকুম্ভমেলায় বাংলা থেকে যাওয়া পুণ্যার্থীদের মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে হল ৬–এ। এঁনাদের মধ্যে তিনজন মারা গিয়েছেন পদপিষ্ট হয়ে। আর বাকি তিন জন ভিড়ে অসুস্থ হয়ে মারা যান। মহাকুম্ভে গিয়ে নিখোঁজ হয়েছেন উত্তর দিনাজপুরের চাকুলিয়ার হাতিপা এলাকার বৃদ্ধা সুনীতি মল্লিক। খোঁজ পাচ্ছে না পরিবার। গত ২৭ তারিখ বছর ৬৫-এর সুনীতি প্রয়াগে পৌঁছন।মঙ্গলবার রাতে তিনি বেরিয়েছিলেন শাহি স্নানের জন্য। পরিবার সূত্রে খবর, নির্বিঘ্নে স্নানও সারেন তিনি। কিন্তু ফেরার পথে হুড়োহুড়িতে পড়ে যান। আর তারপর থেকেই নিখোঁজ হয়েছেন তিনি।