কুম্ভমেলার মেয়াদ বৃদ্ধিতে বাড়ল স্পেশাল ট্রেনের সংখ্যা

বাড়ানো হয়েছে মহাকুম্ভ মেলার মেয়াদ। হাওড়া ও মালদা টাউন স্টেশন থেকে বিশেষ ট্রেনের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে ৷ ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই মেলা। একনজরে ট্রেনের তালিকা।

author-image
Jaita Chowdhury
New Update
Train

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: আগামী ২৬ ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা ছিল প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা (Mahakumbh 2025)। পুণ্যার্থীদের কথা মাথায় রেখে বাড়ানো হয়েছে মেলার মেয়াদ। ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই মেলা। বাড়ানো হয়েছে বেশ কয়েকটি ট্রেন। পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, হাওড়া ও মালদা টাউন স্টেশন থেকে বিশেষ ট্রেনের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে ৷ একনজরে দেখে নিন ট্রেনের তালিকা ৷ পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, হাওড়া ও মালদা টাউন স্টেশন থেকে বিশেষ ট্রেনের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে৷ 

একনজরে দেখে নিন ট্রেনের তালিকা
২২ ফেব্রুয়ারি: 3063 হাওড়া-টুন্ডলা স্পেশাল, 3409 মালদা টাউন-প্রয়াগরাজ রামবাগ স্পেশাল
২৩ ফেব্রুয়ারি: 3035 হাওড়া টুন্ডলা স্পেশাল, 3417 মালদা টাউন-ঝুসি স্পেশাল
২৪ ফেব্রুয়ারি: 3429 মালদা টাউন-ঝুসি স্পেশাল
২৬ ফেব্রুয়ারি: 3021 হাওড়া-টুন্ডলা স্পেশাল
2৮ ফেব্রুয়ারি: 3025 হাওড়া-টুন্ডলা স্পেশাল