নিজস্ব সংবাদদাতা: প্রয়াগরাজে কুম্ভ স্নান করতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছিল পশ্চিম বর্ধমানের জামুড়িয়ার বাসিন্দা বিনোদ রুইদাসের । উত্তরপ্রদেশ সরকার সেই ঘটনার পর প্রতিশ্রুতি দিয়েছিল ২৫ লক্ষ টাকা সাহায্য দেওয়া হবে । কিন্তু বিনোদের দেহের সঙ্গে আসেনি কোনও ডেথ সার্টিফিকেট বা ময়নাতদন্তের রিপোর্ট । তাই ক্ষতিপূরণ নিয়ে সন্দিহান ছিল পরিবার । এবার হঠাৎই বিনোদের পরিবারকে নগদ ৫ লক্ষ টাকা নিয়ে ব্যাঙ্কে জমা করতে আসতে দেখা গেল । ব্যাঙ্কেও হুলস্থুল । এত টাকা এল কোথা থেকে ? বিনোদ রুইদাসের পরিবারের দাবি, উত্তরপ্রদেশের পুলিশ এই টাকা নগদেই দিয়ে গিয়েছে ক্ষতিপূরণের প্রথম কিস্তি হিসেবে ।
/anm-bengali/media/media_files/2025/01/17/2xvQnB8Dj51zwJo7KcYS.jpeg)