ফের বিজেপির রাজ্য নেতার নামে পোস্টার!

বিজেপির রাজ্য নেতা রতন দত্তর নামে পোস্টার পড়লো।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
v24edhyu

File Picture

নিজস্ব সংবাদদাতা: ক’দিন আগে বিজেপির রাজ্য নেতা রতন দত্তের নামে একাধিক পোস্টার পড়েছিল ডেবরার একাধিক জায়গায়। তারপর বিজেপির বর্তমান ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি তন্ময় দাসের নামে পোস্টার পড়লো। দুই নেতাই অভিযোগ তুলেছিল তৃণমূলের দিকে। যদিও তৃণমূল জানিয়েছিল এটা বিজেপির গোষ্ঠী কোন্দল। বিজেপির পোস্টার নিয়ে তৃণমূলের মাথাব্যাথা নেই।

এবার ফের ডেবরা ওভার ব্রীজের নীচে বিজেপির রাজ্য নেতা রতন দত্তর নামে পোস্টার পড়লো। যেখানে লেখা লবি মাস্টার মাইন্ড, জুয়াড়ি, গুটখাখোর নেতা হল রতন দত্ত। আর এই পোস্টার পড়ায় ফের তৃণমূলের দিকে আঙুল তুলেছেন রতন দত্ত। তিনি জানান, তৃণমূলের একটি চক্র কাজ করছে। তিনি প্রথমে ভেবেছিলেন যে দলের কেউ করছে। কিন্তু আদতে তা নয়। তিনি জানান, “আমি এবং তন্ময় দাস মিটিং করেছি। তৃণমূলের কিছু লোক আমাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করার চক্রান্ত করছে। কয়েকদিনের মধ্যেই এই ঘটনার পর্দাফাঁস করবো”।

WhatsApp Image 2025-04-15 at 18.26.30

অপরদিকে, এই অভিযোগ অস্বীকার করে তৃণমূল কংগ্রেসের জেলা নেতা বিবেকানন্দ মুখার্জি বলেন, “এটা বিজেপির গোষ্ঠী কোন্দল। আমরা উন্নয়ন নিয়ে ব্যস্ত আছি। ওদের অভিযোগ ভিত্তিহীন”।