মহাকুম্ভ মেলাকে কেন্দ্র করে ট্রেনের সময়সূচির পরিবর্তন

২৬ ফেব্রুয়ারি মহা শিবরাত্রি। এদিন মহাকুম্ভে অমৃত স্নানের অন্যতম পুণ্যতিথি। স্বাভাবিক ভাবেই ভিড় জমতে শুরু করেছে প্রয়াগরাজে। তবে আগের ঘটনা থেকে শিক্ষা নিয়েছে উত্তরপ্রদেশের প্রশাসন।

author-image
Jaita Chowdhury
New Update
Maha kumbh

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: ২৬ ফেব্রুয়ারি মহা শিবরাত্রি। এদিন মহাকুম্ভে (Mahakumbh 2025) অমৃত স্নানের অন্যতম পুণ্যতিথি। স্বাভাবিক ভাবেই ভিড় জমতে শুরু করেছে প্রয়াগরাজে। তবে আগের ঘটনা থেকে শিক্ষা নিয়েছে উত্তরপ্রদেশের প্রশাসন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বাতিল হয়েছে বেশ কিছু দূরপাল্লার ট্রেন (Train Candcellation)। বদল হয়েছে সময়সূচীর। দেওয়া হয়েছে স্পেশাল ট্রেনও। 

পূর্বরেল সূত্রে খবর, বিকল্প রুটের ট্রেন দেওয়া হয়েছে। 15657 দিল্লি–কামাখ্যা ব্রহ্মপুত্র মেল৷ ২২ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত এই ট্রেনটি গাজিয়াবাদ–মোরাদাবাদ–লখনউ–পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় রুটে পরিচালিত করা হবে।

জানা গিয়েছে, 01904 কলকাতা–আগ্রা ক্যান্ট কুম্ভমেলা স্পেশাল ট্রেন৷ ২২ ফেব্রুয়ারি কলকাতা থেকে নির্ধারিত সময় সকাল ৫টার পরিবর্তে বিকেল ৪টে ১০মিনিটে ছাড়বে।

12987 শিয়ালদা–আজমের এক্সপ্রেস ৷ ২১ ফেব্রুয়ারি নির্ধারিত সময় রাত ১০টা ৫৫মিনিটের পরিবর্তে ২২ ফেব্রুয়ারি দুপুর ১টায় শিয়ালদা থেকে যাত্রা শুরু করবে।

train derailed