জন্মাষ্টমীতে গোপালকে দিন লাল গোলাপ

ফুল আর ফল-এই দুটো উপকরণ ছাড়া যেকোনো পুজোই অসম্পূর্ণ। সামনেই জন্মাষ্টমী। কী ভোগ নিবেদন করবেন তা আগের প্রতিবেদনে আপনারা জেনে গিয়েছেন। এবার জেনে নিন কোন ফুলে সন্তুষ্ট করবেন শ্রীকৃষ্ণকে?

author-image
Pallabi Sanyal
New Update
11

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : কৃষ্ণ জন্মাষ্টমী, বিশ্বব্যাপী অন্যতম মহৎ উৎসব হিসেবে পালিত হয়। বিশ্বব্যাপী হিন্দু সম্প্রদায়ের জন্য এটি অতি তাৎপর্যপূর্ণ। এটি ভগবান কৃষ্ণের জন্মকে স্মরণ করে পালন করা হয়।এই বছর ভগবান কৃষ্ণের ৫২৫০তম জন্মবার্ষিকী।কিছু পণ্ডিতদের মতে, ভগবান শ্রীকৃষ্ণ ৩২২৮ খ্রিস্টপূর্বাব্দের ১৮ জুলাই জন্মগ্রহণ করেছিলেন। জন্মাষ্টমীতে ফুল দিয়ে ঠাকুর ঘর সাজানোর পাশাপাশি গোপালকে দিন লাল গোলাপ।  এতে তিনি খুব খুশি হবেন। যদি লাল গোলাপ না পান তাহলে গাঁদা বা চাঁপা ফুল আপনি দিতে পারেন। এটি দেওয়া শ্রীকৃষ্ণকে অত্যন্ত শুভ।