নিজস্ব সংবাদদাতা: সংক্রমিত স্যালাইন ব্যবহার করে প্রসূতি মৃত্যু ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। বৃহস্পতিবার ছিল স্যালাইন নিয়ে জনস্বার্থ মামলার প্রথম শুনানি। এদিন বিচারপতি টিএস শিবজ্ঞনম বিচারপতি হিরন্ময় ভট্টাচার্জের ডিভিশন বেঞ্চের একগুচ্ছ প্রশ্নের মুখে পড়তে রাজ্যের এটর্নি জেনারেলকে।
এদিন প্রধান বিচারপতি সওয়াল করেন,'স্যালাইন বন্ধ করতে বলা হল ১০ ডিসেম্বর, নিশ্চিত কোনও কারণ ছিল। কিন্তু কেন তাদের ড্রাগ ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হল না?' পাল্টা বিচারপতিকে প্রশ্ন রাজ্যের, 'এক রাতেই স্যালাইন বন্ধ করলে ৩০ হাজার কোথায় পাব ?' 'একদম নয়, খুব সহজেই পাওয়া যায়', মন্তব্য প্রধান বিচারপতির।
এদিন বিচারপতি অভিযুক্ত স্যালাইন নির্মাণ সংস্থার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কথা জানতে চান বিচারপতি। তলব করেন অ্যাকশন টেকেন রিপোর্ট। রাজ্যের হয়ে রিপোর্ট দেবেন মুখ্যসচিব, স্বাস্থ্য দফতর আলাদা করে রিপোর্ট দেবে, নির্দেশ দিল হাইকোর্টের। স্যালাইন কাণ্ডের পরবর্তী শুনানি ৩০ জানুয়ারি।