নিজস্ব সংবাদদাতা: রাম নবমী ঘিরে বাংলায় সাধারণ মানুষের মধ্যে যত উন্মাদনা বৃদ্ধি পাচ্ছে। ততই বৃদ্ধি পাচ্ছে রাজনৈতিক তরজাও। এবার সেই তরজাই লক্ষ্য করা গেল সজল ঘোষের গলায়। মধ্য হাওড়ায় আজ রামনবমীর মিছিলে থাকবেন সজল ঘোষ। কদমতলা থেকে রামরাজাতলা পর্যন্ত মিছিলে থাকবেন সজল ঘোষ।
/anm-bengali/media/media_files/sajal-ghosh6.jpg)
সেখান থেকে নাম না করে বিরোধী দলকে নিশানা করেছেন সজল ঘোষ। তিনি বলেছেন, "তোষণের রাজনীতি কাল হবে ওর"। তিনি আরও বলেছেন, "তোমার নাম আমার নাম জয় শ্রীরাম, জয় শ্রীরাম, সনাতনীদের আরেক নাম শ্রীরাম"।