নিজস্ব সংবাদদাতা : এবার রাম নবমী প্রসঙ্গে বড় বক্তব্য রাখলেন তৃণমূল কংগ্রেস নেত্রী শশী পাঁজা। তিনি বলেন, "আজ ভগবান রামের জন্মদিন, আমরা বলি ‘জয় সিয়ারাম’। আমরা মা সীতা ও ভগবান রামের পূজা করেছি। এর সঙ্গে বিজেপি বা তৃণমূলের কোনও সম্পর্ক নেই। রাজনীতির প্রশ্নই বা এখানে কেন আসবে?"
/anm-bengali/media/media_files/2025/04/06/VH0PmWXj2n025066gixF.jpeg)
এরপর তিনি বলেন, “বিজেপি যে পরিবেশ তৈরি করার চেষ্টা করছে তা ভুল। মন্দিরে এসে সাধারণ মানুষের মতোই পুজো করুন, আপনাকে কে আটকাচ্ছে ?”